কড়চা রিপোর্টঃ ব্যস্ততম পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পাটুরিয়া ফেরিঘাট প্রান্তে পারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন। অপেক্ষামাণ যানবাহনগুলোর বেশির ভাগই পণ্যবাহী ট্রাক। যাত্রীবাহী বাস, ব্যক্তিগত ছোট গাড়ি এবং জরুরী পণ্যবাহী ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে নৌপথ পারাপার করায় দীর্ঘ ভোগান্তিতে পড়েছে ট্রাক চালকেরা। আধ ঘন্টার নৌরুট পারাপারের জন্য অপেক্ষা করতে হচ্ছে ৮ থেকে ১০ ঘন্টা।
নদীতে তীব্র স্রোত আর ফেরি সংকটের কারণে ভোগান্তি বাড়ছে বলে দাবি ফেরিঘাট কর্তৃপক্ষের।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টা পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাটে আড়াই’শ ট্রাক ও ৫০ থেকে ৬০ টি বাস নৌপথ পারের অপেক্ষায় ছিল বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান।
এসময় তিনি বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ছোট বড় মিলে মোট ১৬ টি ফেরি রয়েছে। তবে যান্ত্রিক ত্রুটিজনিত কারণে মেরামতে রয়েছে দুইটি ফেরি। আর স্রোতের সাথে পাল্লা দিয়ে চলতে না পেরে অলস হয়ে ঘাটে পড়ে আছে ছোট দুইটি ফেরি। বাকী ১২ টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
তবে নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে সময় লাগছে স্বাভাবিক সময়ের চেয়ে ১৫ থেকে ২০ মিনিট বেশি। এতে করে কমে আসছে ফেরির ট্রিপ। ফেরি সংকট ও স্রোতের কারণে ভোগন্তি বাড়ছে বলে জানান তিনি।