কড়চা রিপোর্ট : সাভারের স্কুল ছাত্রী নীলা রায় হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে জেলা পূজা উদযাপন পরিষদ।
মানববন্ধনে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব সাহা, সাধারণ সম্পাদক অনির্বাণ কুমার পাল, কেন্দ্রীয় সদস্য লক্ষ্মী চ্যাটাজি, উপদেষ্টা দীপক কুমার ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা নীলা রায়ের হত্যাকারীদের ফাঁসির দাবি জানান।
প্রসঙ্গত, প্রেম প্রস্তাব প্রত্যাখান করায় গত রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সাভার মডেল থানাধীন পালপাড়া মহল্লার গার্লস স্কুল রোডে মিজানুর রহমান নামের এক যুবক তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক এলাকার নারায়ণ রায়ের মেয়ে নীলা। সে তার বাবা-মায়ের সাথে পৌর এলাকার কাজী মোকমা পাড়ায় একটি বাড়িতে ভাড়া থেকে স্থানীয় অ্যাসেড স্কুল নামে একটি বিদ্যালয়ে দশম শ্রেণিতে লেখাপড়া করত। অভিযুক্ত যুবক মিজানুর রহমান চৌধুরী একই এলাকার বাসিন্দা।
কড়চা/ এস কে