পশ্চিমবঙ্গের কবি রঞ্জনা রায় এর কবিতা ‘মুখোশ’

মুখোশ

রঞ্জনা রায়

রোজ সকালে উঠতে ভয় হয়
ঘুমাতেও ভয় করে রাত্রে।
জাগা আর ঘুমানোর মাঝে
ভেসে বেড়ায় নিচ্ছিদ্র আতঙ্ক।
মুখোশ এখন বড়ই সহজাত
মুখোশই এখন কবচ কুন্ডল।
মানুষের বাইরেও মুখোশ
মানুষের ভেতরেও মুখোশ।
মানুষ এখন মুখোশেই স্বাভাবিক
মুখোশেই খোঁজে জীবনের সত্য।

Facebook Comments Box
ভাগ