পশ্চিম বঙ্গের কবি রঞ্জনা রায়ের কবিতা ‘উৎসব’

উৎসব

রঞ্জনা রায়

দেখা হয়েছিল মেঘের সঙ্গে সন্ধ্যাতারার
দেখা হয়েছিল সাগরের সঙ্গে নদীর-
এক নিবিড় ক্ষণে।
শুকনো পাতাঝরা আমলকী বনে
উঠেছিল স্পর্শাতীত ঝড় চকিত চুম্বনে।

দোপাটির শিশির-ভেজা চোখে স্বপ্নের ভোর,
জ্যোৎস্নার স্পর্শে চাঁদের শরীরে পূর্ণতার উৎসব।
জীবন খোঁজে জীবনের বাঁকে অরূপ একজীবন
নির্জন রাত,
নদী হাসে, জোয়ারে উচ্ছ্বাস, ঝাউবনে ঝংকার।

Facebook Comments Box
ভাগ