পশ্চিম বঙ্গের তরুণ কবি রঞ্জনা রায়ের কবিতা ‘প্রতীক্ষা’

প্রতীক্ষা

রঞ্জনা রায়

মনের আকাশে পেঁজা তুলোর মতো সাজানো স্বপ্ন
জীবনের উত্তর পর্বে যখন চাঁদ ওঠে
তখন স্বপ্ন বাস্তবের দরজায় কড়া নাড়ে।
ঝাড়পোঁছ চলে –
জীবনকে ধুলো ঝেড়ে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়।

স্বপ্নের মমি জেগে ওঠে রাতে
নীরবতা ভেঙেচুরে ঝড় আসে
শরতের সোনালি রোদে একা পাখি
অনন্তকাল বসে থাকে সুরের প্রতীক্ষায়।

Facebook Comments Box
ভাগ