প্রতীক্ষা
রঞ্জনা রায়
মনের আকাশে পেঁজা তুলোর মতো সাজানো স্বপ্ন
জীবনের উত্তর পর্বে যখন চাঁদ ওঠে
তখন স্বপ্ন বাস্তবের দরজায় কড়া নাড়ে।
ঝাড়পোঁছ চলে –
জীবনকে ধুলো ঝেড়ে সাজিয়ে গুছিয়ে রাখতে হয়।
স্বপ্নের মমি জেগে ওঠে রাতে
নীরবতা ভেঙেচুরে ঝড় আসে
শরতের সোনালি রোদে একা পাখি
অনন্তকাল বসে থাকে সুরের প্রতীক্ষায়।
Facebook Comments Box