পাখির চোখে
রঞ্জনা রায়
মেয়ে জন্মের শিকল খাসা
সোনা রূপা কিংবা কাঁসা!
নকল ঘরটি ভেঙ্গে ফেলে
পাখি ওড়ে চক্ষু মেলে
পাখি একা ঝড়ের রাতে
বন্ধু খোজে ঘূর্ণি স্রোতে
দিন চলে যায় বছর বাড়ে
পাখির ডানার পালক ঝরে।
Facebook Comments Box