কড়চা ডেস্ক : মানিকগঞ্জের শিবালয়ে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাস চাপায় অজ্ঞাত পরিচয়ের (৩৮) এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে পাটুরিয়া ফেরি ঘাট এলাকার পুলিশ কন্ট্রোল রুমের সামনে এই দুর্ঘটনা ঘটে।
মানিকগঞ্জের ট্রাফিক পুলিশ ও পাটুরিয়া ঘাটের দায়িত্বরত সার্জেন্ট মো. রাজিব হোসেন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দ্রুত গতির ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাস ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।
ধারাণা করা হচ্ছে, দ্রুত ফেরিতে ওঠার জন্য চেষ্টা করছিল বাসের চালক। অতিরিক্ত গতি আর বেখায়ালির জন্য এই দুর্ঘটনা ঘটতে পারে।
কড়চা/ এ এ
Facebook Comments Box