পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২টি ফেরি সংযুক্ত, চাপমুক্ত ঘাট

মো.আজিজুল হাকিম : পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে বেশ কিছুদিন যাবত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যহত হচ্ছিল। এ কারণে ঘাট এলাকায় দেখা দেয় যানবাহনের দীর্ঘ সারি। পারের জন্য অপেক্ষা করতে হয় র্দীঘ সময়। অপরদিকে নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল ব্যহত ও বন্ধ থাকায় অতিরিক্ত চাপ পড়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে। এসব যানবাহনের কারণে ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি ও যানজটের সৃষ্টি হয়। আর এসব যানবাহনের চাপ কমাতে ও ফেরি চলাচল স্বাভাবিক রাখতে নুতন করে আরও দুটি ফেরি যুক্ত করা হয়েছে এই নৌপথে।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের সহ-ব্যবস্থাপক মহিউদ্দীন রাসেল জানান, নাব্যতা সংককের কারণে মাওয়ার (শিমুলিয়া-কাঠালবাড়ী) নৌপথে ফেরি চলাচল ব্যহত ও রাতে বন্ধ থাকার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহনের চাপ পড়ে। এতে করে যাত্রী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে পন্যবাহী ট্রাকগুলোকে ২/৩ দিনও অপেক্ষা করতে হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহনের পারাপার স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার মাওয়া ফেরি ঘাট থেকে এনায়েতপুরী ও শাহ পরান নামের আরও দুটি ফেরি পাটুরিয়া নৌপথে যুক্ত করা হয়েছে। ফেরি দুটি যুক্ত হওয়ার পর ঘাট এলাকায় কোন যানবাহন নেই পারের অপেক্ষায়। যাত্রী ও যানবাহন আসার সাথে সাথে ফেরিতে উঠতে পারছে। ঘাট এলাকায় এসে এখন আর অপেক্ষা করতে হচ্ছে না। আগে ১৭ টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহ পারাপার করা হলেও বর্তমানে ১৯ টি ফেরি দিয়ে এই নৌপথে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।

এদিকে পদ্মা নদীতে নাব্যতা সংকট কাটাতে ৪ টি ড্রেজার দিয়ে ড্রেজিং করা হচ্ছে বলেও তিনি জানান।

কড়চা/ এম এ এইচ

Facebook Comments Box
ভাগ