সুরেশ চন্দ্র রায় : মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে ফেরিতে ছিনতাই চলাকালীন সময়ে পাটুরিয়া নৌ-থানা পুলিশ মোঃ খোকন মোল্লা(৩৭) নামে এক ছিনতাইকারিকে গ্রেপ্তার করেছে। সে উত্তর দৌলতদিয়া গ্রামের মোঃ আব্দুল মোল্লার ছেলে।
জানা যায়, মোঃ হারুন সরদার নামের এক ব্যক্তি মঙ্গলবার রাতে স্ত্রীকে সংগে নিয়ে গ্রামের বাড়ি সাতক্ষীরা থেকে সুন্দরবন এক্সপ্রেসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। বুধবার রাত দেড়টায় তারা দৌলতদিয়া ফেরিঘাটে এসে শাহ মখদুম ফেরিতে উঠেন। কিছু সময় পর শিবালয় উপজেলার যমুনা নদীতে ফেরি চলমান অবস্থায় গাড়ি হতে নেমে ফেরির এক পাশে দাঁড়ালে আসামিসহ ৪/৫ জন তাকে ঘিরে রেখে ভয়ভীতি প্রদর্শন করে। তার পকেট থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে ফেরির পাশে থাকা ট্রলারে লাফিয়ে উঠে চলে যাওয়ার সময় হারুন সরদার চিৎকার করলে ফেরির যাত্রীদের সহযোগিতায় মোঃ খোকন মোল্লা নামের ছিনতাইকারীকে আটক করা হয়। অন্যরা ট্রলার যোগে পালিয়ে যায়। টহলরত পাটুরিয়া নৌ-থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাদীর সম্মুখে আসামির দেহ তল্লাশী করে একটি মানিব্যাগ ও দুই হাজার টাকা উদ্ধার করে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তার সাথে আকবর মোল্লা, মাদার কাজী ও ইয়াসীন বেপারি ছিল বলে জানায়। এজাহার সূত্রে আরো জানা যায়, তারা সকলেই পেশাদারি ছিনতাইকারী। সিডিএমএস সফটওয়ার পর্যালোচনায় দেখা যায়, মোঃ খোকন মোল্লা একাধিক মামলার তালিকাভূক্ত আসামি।
পাটুরিয়া নৌ-থানার ওসি মোঃ আবু বকর সিদ্দিক জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
কড়চা/ এস সি আর
Facebook Comments Box