কড়চা রিপোর্ট : ধান চাল ক্রয় কমিটিতে কৃষক সংগঠনের প্রতিনিধিদের সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মানিকগঞ্জে আনন্দ র্যালী ও আলোচনা সভা করেছে জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১২ টায় বাংলাদেশ কৃষক লীগ মানিকগঞ্জ শাখার আয়োজনে শহরের শহীদ রফিক সড়কে একটি আনন্দ র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন নেতাকর্মীরা।
জেলা কৃষকলীগের সভাপতি মিজানুর রহমান নজরুলের সভাপতিত্বে আলোচনা সভায় সহ সভাপতি মো.খলিলূর রহমান, সাধারণ সম্পাদক মো.সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দীন ভূইয়া ও সাংস্কৃতিক সম্পাদক কামাল আহমেদ কমলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কড়চা/ এস কে
Facebook Comments Box