বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে দৌলতপুরে মহিলা আ’লীগের বিক্ষোভ

মো.শাহ আলম : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রতিবাদ বিক্ষোভ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছা.তানিয়া মাহমুদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুছ, যুগ্ন সাধারণ সম্পাদক মো. শওকত আলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ছায়েদুর রহমান সাঈদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোছা. দেলোয়ারা আকন্দ, থানা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি পারুল ফৌজদার, সাংগঠনিক সম্পাদক পুস্প রানী, কোষাধক্ষ পারভীন আক্তার, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক শিউলী চক্রবর্তী, হিন্দু ধর্ম বিষয়ক সম্পাদক পদ্মা রানী, থানা আওয়ামী লীগ নেতা মো. সাইফুল ইসলাম ও ছানোয়ার হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার তীব্র প্রতিবাদ জানান। এছাড়া প্রতি উপজেলায় প্রশাসনিক ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের জোর দাবি করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তানিয়া মাহমুদ।

কড়চা/ এস এ

Facebook Comments Box
ভাগ