বরষা/ মুক্তা পাল

প্রতিবেশি মন করে জ্বালাতন,
মনে খরা
ওদিকে বন্যার সাড়া।
ফেলে সব কাজ
খুঁজি অজুহাত।
ধরবো মাছ,
পেতেছি ফাঁদ।
দুর্দিনে দিশেহারা,
হবো আজ পথহারা।
উচাটন মন,
মানেনা শাসন-বারণ।
কি করি হায়!
তুমিহীন এ বরষায়।
চোখে নোনা জল
করে ছলছল,
কবে পাইব দেখা
পথিক হৃদয়।
শত বরষায়
কত ভরসায়
এই ছিল মনে,
আসবে তুমি মোর
এমনও সঘন বরষায়।
অতৃপ্ত বাসনা যত
হবে সুসজ্জিত,
আষাঢ়ের নব বরষায়।

কড়চা/ এম পি

Facebook Comments Box
ভাগ