কড়চা রিপোর্ট : বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) মানিকগঞ্জ জেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ১১ টায় জেলা পরিষদ মিলনায়তনে বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার ছানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাস কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব ও কার্যকরী সদস্য জাহাঙ্গীর আলম বিশ্বাস।
সভায় আগামী তিন বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সভাপতি পদে দৈনিক ইত্তেফাক এর সিঙ্গাইর প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক মোঃ শাহানুর ইসলাম (নয়া দিগন্ত), সহ-সভাপতি শহীদুল ইসলাম সুজন (এটিএন বাংলা) ও আবুল বাশার আব্বাসী (বাংলাদেশের আলো), যুগ্ম সম্পাদক আকরাম হোসেন (বাংলা ভিশন), সহ-সম্পাদক রাম প্রসাদ সরকার দিপু (দৈনিক সংবাদ), মোঃ ইউসুফ আলী (চ্যানেল টোয়েন্টিফোর), সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন রিপন (মোহনা টিভি), দপ্তর সম্পাদক এ এস এম সাইফুল্লাহ (দৈনিক দেশের কন্ঠ), কোষাধ্যক্ষ সোহেল হোসেন (ঢাকা পোস্ট), সমাজ সেবা সম্পাদক শফিকুল ইসলাম সুমন (আজকালের খবর) এবং কার্যকরী সদস্য পদে আলো খান (দৈনিক জনতা) ও এ বি এম কামরুদ্দিন রেজা (সময়ের আলো)।
সভা শেষে নব-নির্বাচিত কমিটির সকলকে মানিকগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
কড়চা/ এস কে