কড়চা ডেস্ক: মঙ্গল গ্রহকে ঘিরে ইসরোর যে মহাকাশ যান ঘুরছে, তার ক্যামেরায় ধরা পড়েছে মঙ্গলের বৃহত্তম চাঁদ ‘ফোবোস’। ১ জুলাই এই ছবিটি উঠেছে। ছবিটি তোলার সময়ে ইসরোর মহাকাশ যান অর্থাৎ মঙ্গলযান তখন মঙ্গল গ্রহ থেকে ৭,২০০ কিমি ও ‘ফোবোস’–এর থেকে ৪,২০০ কিমি দূরে।
ছবিটির স্পেশিয়্যাল রেজোল্যুশন ২১০। মার্স কলর ক্যামেরার ছ’টি ফ্রেমে এই ছবিটি উঠেছে। ছবিটির কলর কারেকশনও করা হয়েছে। ছবিটিতে উপগ্রহের সবথেকে বড় গহ্বরটাও নজরে আসছে। গহ্বরের আধিক্য দেখে বোঝা যাচ্ছে, এর আগে অনেক গ্রহাণু এই উপগ্রহের ওপরে আছড়ে পড়েছে। মনে করা হচ্ছে, এই উপগ্রহের উপাদান হল কার্বনেসিয়াস কনড্রাইটস।
২০১৩ সালের ৫ নভেম্বর এই মঙ্গলযানটি পাঠানো হয়েছিল ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে। ৪৫০ কোটি টাকা খরচ হয়েছে এই প্রকল্পে। প্রথমে জানানো হয়েছিল, কেবল ছ’মাসের জ্বালানি রয়েছে মঙ্গলযানে। কিন্তু পরে জানা গিয়েছে এখনও বেশ কিছু বছর ধরে সেটি মঙ্গলের আশেপাশে ঘুরতে পারবে।