কড়চা রিপোর্ট : মানিকগঞ্জ জেলা শহরের খালটির দক্ষিণ পাশের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) সরকারি দেবেন্দ্র কলেজের সামনে সুইট হেভেন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান করা হয়।
মানিকগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. বেল্লাল হোসেন বলেন, খালটির এক কিলোমিটার দীর্ঘ এলাকাজুড়ে দক্ষিণ পাশের ২৫ ফুট জায়গা দখল করে অনেকেই পাকা ইমারত, দোকানপাটসহ ১৩২ টি বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছে। নবনির্বাচিত মেয়র মো. রমজান আলী দায়িত্ব গ্রহণ করার পর সকলকে পত্র দিয়ে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে অনুরোধ করেন। অনেকেই নিজ দায়িত্বে তাদের স্থাপনা সরিয়ে নিতে রাজি হয়। আর নির্দেশ অমান্যকারীদের স্থাপনাগুলি পৌরসভার পক্ষ থেকে বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা হচ্ছে।ইতিমধ্যেই ৮০টি স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে। বাকিগুলিই সরিয়ে ফেলার কাজ চলছে।
মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী বলেন, বিগত সময়ে মেয়র থাকাকালে আমি এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের চেষ্টা করেছিলাম। কিছুটা অগ্রসরও হয়েছিলাম। এবার নির্বাচিত হওয়ার পর আমি সকলের সাথে কথা বলি এবং তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নিতে অনুরোধ করি। ইতিমধ্যেই অধিকাংশ এলাকার অবৈধ স্থাপনা সরিয়ে ফেলা সম্ভব হয়েছে। বাকি এলাকার অবৈধস্থাপনা সরিয়ে ফেলার পর পথচারীদের জন্য খালটির দক্ষিণ পাশে এক কিলোমিটার দীর্ঘ এবং ২৫ ফুট প্রশস্ত রাস্তা তৈরি করা হবে। জেলা শহরের শহীদ রফিক সড়কের ওপর বেশি চাপ পড়েছে। ফলে যান ও যাত্রী চলাচলে বিঘ্ন ঘটছে। খালের পাশের রাস্তাটি নির্মাণ সম্পন্ন হলে মূল সড়কের ওপর চাপ কিছুটা কমবে।
কড়চা/ জেড এ বি