মানিকগঞ্জের ধলেশ্বরীতে কৃষক নিখোঁজ

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের সাটুরিয়ায় খেয়ানৌকা থেকে নদীতে পরে শাজাহান মিয়া (৪৫) নামের এক কৃষক নিখোঁজ হয়েছেন।

শনিবার (৮ জুলাই) বেলা ১০টার দিকে সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ধলেশ্বরী নদীর গোপালপুর রাজৈর খেয়াঘাটে এ দূর্ঘটনা ঘটে।

নিখোঁজ শাজাহান মিয়া উপজেলার গোপালপুর বউ বাজার এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক।

খেয়াঘাটের পাটনি রুবেল মিয়া জানান,গরুর ঘাসের বোঝা নিয়ে খেয়া পার হওয়ায় সময় নদীতে পড়ে যান শাজাহান মিয়া। এ সময় নদীতে প্রচুর স্রোত ছিল। এরপর নদীতে নেমে তার কোন খোঁজ না পেয়ে স্থানীয় মেম্বার ও গণ্যমান্য মানুষকে খবর দেওয়া হয়।

এঘটনায় আরিচা নৌবন্দর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজের ইন্সপেক্টর মো. মজিবর রহমান বলেন, খবর পেয়ে ডুবুরি ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধারে কাজ করছে। কিন্তু নদীতে তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজে বিঘ্ন হচ্ছে। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি।

সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস বলেনন, খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। বিস্তারিত উদ্ধার কাজের শেষে বলা যাবে।

কড়চা/ এ এইচ

Facebook Comments Box
ভাগ