মানিকগঞ্জে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্ট এর যাত্রা শুরু

কড়চা রিপোর্ট : বদলে যাচ্ছে পৃথিবী। বদলে যাচ্ছে সময়। সময়ের সাথে বদলে যাচ্ছে মানুষের রুচি-অভিরুচি। বদলে যাওয়ার মিছিলে দাঁড়িয়ে দেশের গণমাধ্যম। কাল বিলম্বে নয় বরং ঘটে যাওয়া ঘটনা মুহূর্তেই জানতে আগ্রহী সকল পাঠক। সচেতন পাঠকের হাতে মুঠোফোন। আর আমাদের হাতে সংবাদ, সংবাদের সর্বশেষ।

সবধরনের খবর প্রচার করতে ইউএস বাংলার প্রতিষ্ঠান বিজয় বাংলার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করছে অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা পোস্ট’। ‘সত্যের সাথে সন্ধি’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকা পোস্ট সাজিয়েছে সকল আয়োজন।

ভাষার মাসের এই পথচলায় সকল ভাষাশহীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আমরা ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সাহিত্য, ভাষা-সংস্কৃতির মেলবন্ধন যেমন ঘটাতে চাই, তেমনি সত্য বলার প্রত্যয়ে সুদৃঢ় অবস্থানে থাকতে চাই।

আমরা অসাম্প্রদায়িক চেতনায়, মুক্তিযুদ্ধের শক্তিতে বিশ্বাসী।

আমাদের অনুসন্ধানী দর্পণ সর্বদা সজাগ। দুর্নীতি, দুঃশাসন, অনিয়মের বিরুদ্ধে আমাদের দক্ষ সাংবাদিক বিচক্ষণী ক্ষমতায় উঠিয়ে আনবে সকল খবর। মূলধারার খবর পরিবেশনের পাশাপাশি ইতিবাচক সংবাদ পরিবেশনেও থাকবে বাড়তি মূল্যায়ন। সত্য ও সুন্দরকে সাথে নিয়ে ‘ঢাকা পোস্ট’ এগিয়ে যাবে তার লক্ষ্যে।

এই যাত্রায় আপনিও থাকুন ঢাকা পোস্টের সাথে।

এর ধারাবাহিকতায় মানিকগঞ্জে ঢাকা পোস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব সম্মলন কক্ষে কেক কেটে অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্ট.কম এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান।

ঢাকা পোস্টের মানিকগঞ্জ প্রতিনিধি সোহেল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ পৌর মেয়র মোঃ রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম সুলতানুল আজম খান আপেল, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সহসভাপতি আহমেদ সাব্বির সোহেল, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, সাবেক সভাপতি ও যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি মতিউর রহমান প্রমুখ।

এর আগে মানিকগঞ্জে ঢাকা পোস্ট এর উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে কেক কেটে অনলাইন নিউজ পোর্টালটির উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি গাজী ওয়াজেদ আলম, সাবেক সহসভাপতি মাহবুব আলম জুয়েল, সিনিয়র সদস্য সাব্বিরুল ইসলাম সাবু, মানিকগঞ্জ প্রেসক্লাবের যুগ্মা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মিহির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, সহ-সাধারণ সম্পাদক বি এম খোরশেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুর রহমান, ক্রীড়া সম্পাদক আশরাফুল আলম লিটন, কার্য নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, আব্দুল মোমিন, সাংবাদিক কাবুল উদ্দিন, আবুল বাসার আব্বাসী, ইউসুফ আলী, খন্দাকার সুজন হোসেন, শাজিদুর রাসেল, জাহিদুল হক চন্দন, আব্দুল আলিম, অহিদুর রহমান রানাসহ রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের কর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ