কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের সদর উপজেলার কেওয়ারজানি এলাকায় অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের চার সদস্যকে দেশীয় পিস্তল, লোহার রড ও রামদা’সহ গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া গ্রামের মো: হানিফ মিয়ার ছেলে মহিদুর রহমান মধু (৪০), সদর উপজেলার বড় সুরুন্ডি গ্রামের মো: নজরুল ইসলামের ছেলে মো: আনোয়ার হোসেন (৩০), মানরা গ্রামের আব্দুল হকের ছেলে মো: হৃদয় হোসেন (৩০) ও দেড়গ্রামের মনুর উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (৩০)।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা স্যারের দিকনির্দেশনায় এসআই মো: টুটুল উদ্দিন, শফিকুল ইসলাম সরদার, মো: জামিনুর রহমান তাদের সঙ্গীয় ফোর্সদের নিয়ে কেওয়ারজানি এলাকায় মঙ্গলবার রাত ১টার দিকে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করে।
তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতদের নামে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। মানিকগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
কড়চা/ বি সি