মানিকগঞ্জে আরো ৩৭ জনের দেহে করোনা শনাক্ত, মৃত্যু ১

কড়চা রিপোর্ট : ২৪ ঘন্টায় মানিকগঞ্জে ৬৫ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৩৭ জনের। পরীক্ষা বিবেচনায় আক্রান্তের হার ৫৬ দশমিক ৯২ শতাংশ। এসময় করোনায় মারা গেছেন একজন। শনিবার (২৪ জুলাই) বেলা সোয়া দুইটার দিকে সিভিল সার্জন কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য দেওয়া হয়েছে।

নতুন আক্রান্ত ৩৭ জনের মধ্যে মানিকগঞ্জ সদরে ১৪ জন, ঘিওরে আট জন, শিবালয়ে সাত জন, সিংগাইরে ছয় জন, হরিরামপুরে এক জন এবং সাটুরিয়ায় এক জন। এসময় দৌলতপুর উপজেলায় কেউ করোনায় আক্রান্ত হয়নি।

সবশেষ তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত ২৭ হাজার ৭১২ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৮৮৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৬৮৫ জন। আক্রান্তরা হাসপাতাল ও নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ৭১ জন।

কড়চা/ জেড এ বি

Facebook Comments Box
ভাগ