কড়চা রিপোর্ট : এনটিভি’র উনিশ থেকে বিশ বছর পদার্পণ উপলক্ষে মানিকগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ জুলাই) সকাল ১১ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এনটিভি’র স্টাফ করেসপন্ডেন্ট আহমেদ সাব্বীর সোহেলের সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি গোলাম ছারোয়ার ছানু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাবেক সভাপতি মতিউর রহমান, টেলিভিশন রিপোটার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক বিএম খোরশেদ, ডেইলি স্টারের প্রতিনিধি জাহাঙ্গীর আলম বিশ্বাস, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি শাহানুর ইসলাম ও প্রথম আলো প্রতিনিধি আব্দুল মোমিন।
আলোচনা সভার সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
কড়চা/ বি সি