মানিকগঞ্জে এশিয়ান টিভির ৮ম বর্ষপূর্তি পালিত

কড়চা রিপোর্ট : কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে মানিকগঞ্জে পালিত হয়েছে এশিয়ান টিভির ৮ম বর্ষপূর্তি। সোমবার (১৮ জানুয়ারি) বেলা ১২ টার দিকে শহরের সবখবর পত্রিকা অফিস কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম।

ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি ও সংবাদপত্র সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত পৌর মেয়র রমজান আলী।

এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান, সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি সুরুয খান, সহ সভাপতি মাহবুব আলম জুয়েল, প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, পৌর কাউন্সিলর কবির হোসেন, গ্লোবাল টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার ও এস্যাইনমেন্ট এডিটর আনিসুর রহমান সাব্বির, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি কাবুল উদ্দিন খান, সম্পাদক পরিষদের যুগ্ম সম্পাদক আকরাম হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল আলীম, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার ইউসুফ আলী, মোহনা টিভির জেলা প্রতিনিধি সালাউদ্দিন রিপন, গ্লোবাল টিভি ও ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান লিমন, বাংলাটিভির অহিদুর রহমান কাদের, এশিয়ান টিভির শিবালয় উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মোহাম্মদ রাশেদ চৌধুরী।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ