কড়চা রিপোর্টঃ শ্বাসকষ্ট নিয়ে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে তাপস বণিক (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়। তিনি মানিকগঞ্জ পৌর এলাকার পূর্বদাশড়া কালীখোলা এলাকার গনেশ বণিকের ছেলে। তিনি স্বর্ণের দোকানে কাজ করতেন।
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডা: আরশ্বাদ উল্লাহ জানান, গত ১৮ তারিখ তিনি করোনার নমুনা প্রদান করেন। তিনি রোববার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন। পরে তাকে আইসোলেশনের ওয়ার্ডে রাখা হয়। আজ বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Facebook Comments Box