মানিকগঞ্জে করোনায় এক জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে এবং ৩৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ জানান, গত ২৪ ঘন্টায় ১২৬টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে যা শতকরা ২৯.৪ ভাগ। এর আগের ২৪ ঘন্টায় ১১৬ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের দেহে করোনা সনাক্ত হয়। আক্রান্তের হার শতকরা ২৩.৩ ভাগ।

নতুন আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ২২ জন, সিংগাইর উপজেলায় ১২জন, ঘিওর উপজেলায় ৪ জন, সাটুরিয়া উপজেলায় ও শিবালয় উপজেলায় ৩জন করে, হরিরামপুর উপজেলায় ২ জন ও দৌলতপুর উপজেলায় ১ জন।

সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রফিকুন নাহার বন্যা বলেন, জেলায় এপর্যন্ত ২৩ হাজার ৩ শত ২৩ টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ২ হাজার ৬৫৪ জনের দেহে। আক্রান্তের হার শতকরা ১১ ভাগ। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১১৭৮ জন, সিংগাইর উপজেলায় ৩৬১জন, সাটুরিয়া উপজেলায় ২৯৭ জন, ঘিওর উপজেলায় ২৭৬ জন, শিবালয় উপজেলায় ২৪২ জন, হরিরামপুর উপজেলায় ১৫৬ জন ও দৌলতপুর উপজেলায় ১১৮ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩৫৬ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ২০৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৪৪ জন। সুস্থ হওয়ার হার শতকরা ৮৮.৮ ভাগ।

এছাড়া জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৫১ জন। নিহতদের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১৮ জন, ঘিওর উপজেলায় ৮ জন, সিংগাইর ও সাটুরিয়া উপজেলায় ৭ জন করে, শিবালয় উপজেলায় ৪ জন, হরিরামপুর উপজেলায় ৩ জন ও দৌলতপুর উপজেলায় ৪ জন।

কড়চা/ জেড এ বি

Facebook Comments Box
ভাগ