মানিকগঞ্জে করোনায় এক নারীর মৃত্যু

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের শিবালয় উপজেলার অন্বয়পুর এলাকায় সুফিয়া (৪১) নামে এক নারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ওই নারীর বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন। সুফিয়া শিবালয় ইউনিয়নের নতুনপাড়ার মৃত ইসলাম মিয়ার স্ত্রী।

শিবালয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ ইকবাল জানান, গত রোববার (৮ মার্চ) সুফিয়া বেগমের করোনা ধরা পড়ে।

পরে গত ১৪ মার্চ তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। অবস্থার অবনতি ঘটলে গত মঙ্গলবার (১৬ মার্চ) তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেওয়ার সময় বিকাল ৪ টায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার রাত ৯ টায় উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার উপস্থিতিতে বড়বোয়ালী কবরস্থানে করোনায় মৃত ওই নারীর লাশ দাফন করা হয়।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমীন রিমন বলেন, ওই নারী করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তার দু’টি বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। তিনি জানান, বৃহস্পতিবার থেকে মৃত নারীর বাবার বাড়ি অন্বয়পুর ও স্বামীর বাড়ি ওই ইউনিয়নের নতুনপাড়া এলাকার বাসিন্দাদের করোনা পরীক্ষা করা হবে। ইতিমধ্যে সর্বসাধারণকে সচেতন করতে ও মাস্ক পরার জন্য বাস স্টেশন ও ঘাট এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ