কড়চা রিপোর্ট : মানিকগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা উর্ধমুখী। জেলায় প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। নতুন করে আরো ৭০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ৩ হাজার ৫০২ জনে। তবে ২৪ ঘন্টায় কেউ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেনি।
রবিবার (১৮ জুলাই) বেলা ১১ টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০৭ জনের নমুনা পরীক্ষার জন্য কর্নেল মালেক মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৭০ জনের করোনা পজিটিভের রেজাল্ট পাওয়া যায়। আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ সদরের আট জন, সাটুরিয়ার নয় জন, দৌলতপুরের চার জন, ঘিওরে ছয়জন, হরিরামপুরের ১১ জন, সিংগাইরের ২২ জন ও শিবালয়ের ১০ জন।
জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, বর্তমানে মানিকগঞ্জে করোনার সংক্রামনের সংখ্যা বাড়ছে। সামনে ঈদ, এই সময় যদি মানুষ সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি না মেনে চলে তাহলে এ অবস্থা আরো ভয়াবহ আকার ধারণ করবে।
তিনি আরো বলেন, মানিকগঞ্জে জুলাই মাসে প্রায় প্রতিদিনই গড়ে ৬০/৭০ জন করে করোনায় আক্রান্ত হচ্ছে। এই সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ব্যবহার অব্যাহত রাখতে হবে।
জেলায় এ পর্যন্ত ৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অপরদিকে সুস্থ হয়েছেন ২ হাজার ৫৪৬ জন।
কড়চা/ এ এল