কড়চা রিপোর্টঃ মানিকগঞ্জ জেলায় নতুন করে ৫৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাতে মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস এ তথ্য জানিয়েছেন। ২৪ ঘন্টায় পাওয়া ২৫২ জনের কোভিট-১৯ টেস্ট রিপোর্ট থেকে এ ফলাফল পাওয়া গেছে।
এ নিয়ে এ জেলায় মোট ৯৮৯ জনের শরীরে শনাক্ত হলো এ ভাইরাস। কোভিট-১৯ এ আক্রান্ত হয়ে জেলায় আরো ১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মারা গেছেন ১৩ জন। সুস্থ হয়েছেন ৮৬০ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য থেকে জানা গেছে, বর্তমানে ১২৯ জন কোভিট-১৯ রোগী চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ১২ জন জেলা সদর হাসপাতাল এবং ১ জন সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ আইসোলেশনে আছেন। ১১৬ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন।
এখন পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে জেলায় মারা গেছেন ১৫ জন।
জেলা থেকে এ পর্যন্ত ৮ হাজার ৩১২ জনের কোভিট-১৯ টেস্ট সম্পন্ন হয়। এর মধ্যে ৯৮৯ জনের পজেটিভ রিপোর্ট আসে।