কড়চা রিপোর্ট : করোনাভাইরাস মোকাবেলায় হতদরিদ্র ও কর্মহীন পরিবহন শ্রমিকদের পাশে দাঁড়ালেন জেলা সড়ক পরিবহন মালিক সমিতি। সোমবার (৩ মে) বেলা ১১ টার দিকে মানিকগঞ্জ বাস টার্মিনালে জেলা সড়ক পরিবহন মালিক সমিতির অর্থায়নে দুই শতাধিক পরিবহন শ্রমিকদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। ত্রান সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, তেল, পেয়াজ, আলু।
জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে কর্মহীন শ্রমিকদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ পরিচালক শফিকুল ইসলাম, পৌর মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, সদর উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা তাসলিমা শিরিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামমী হোসেন প্রমুখ।
কড়চা/ বি সি