মানিকগঞ্জে কর্মহীন পরিবহন শ্রমিকদের পাশে জেলা প্রশাসন

কড়চা রিপোর্ট : খাদ্য সহায়তা নিয়ে কর্মহীন পরিবহন শ্রমিকদের পাশে দাঁড়ালেন মানিকগঞ্জ জেলা প্রশাসন। মঙ্গলবার (৪ মে) সকাল ১১ টায় মানিকগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) প্রাঙ্গনে স্বাস্থ্য বিধি মেনে দুইশ কর্মহীন পরিবহন শ্রমিকের মাঝে চাল, ডাল, তেল, চিনি ও সেমাই বিতরণ করা হয়।

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় এই খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস।

খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী ও জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম।

জেলা প্রশাসক এসএম ফেরদৌস জানান, বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় মানিকগঞ্জের ৭ টি উপজেলায় ৫ হাজার ৬ শ’ পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে। বসুন্ধরা গ্রুপ অতীতেও বন্যা ও করোনাকালীন সময়ে মানিকগঞ্জে জেলা প্রশাসনের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। সমাজের বিত্তবানদের করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

কড়চা/ বি সি

Facebook Comments Box
ভাগ