মানিকগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) দুপুরে জেলা বিএনপির আয়োজনে শহরের শহীদ রফিক সড়কের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস.এ জিন্নাহ কবীর, সহ-সভাপতি আজাদ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার ও গোলাম আবেদীন কায়সারসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।

আফরোজা খান রিতা বলেন, দেশের মানুষকে ভালো রাখতে এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। দলকে শক্তিশালী করতে হবে। সেই সাথে তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ সরকার পতন করতে হবে। সুতরাং তারেক রহমানের নির্দেশের বাইরে যাওয়ার কারো সুযোগ নেই।

কড়চা/ এ এইচ

Facebook Comments Box
ভাগ