কড়চা রিপোর্টঃ মানিকগঞ্জে সড়ক দুঘর্টনায় সোনিয়া বেগম (৬৫) নামের পথচারী নিহত হয়েছেন।
মোমবার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার তরা সেতু এলাকায় এই দুঘর্টনা ঘটে। নিহত সোনিয়া সদর উপজেলার গিলন্ড এলাকার মৃত কখর উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুরে তরা সেতু এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান,নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।
কড়চা/ এ এইচ
Facebook Comments Box