মানিকগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কড়চা রিপোর্ট : র‌্যালী ও কেক কাটার মধ্য দিয়ে মানিকগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক অতিক্রম শেষে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে স্থাপিত মঞ্চে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরাইশী সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাদরুল ইসলাম খান বাবলু, কাজী এনায়েত হোসেন টিপু ও সুলতানুল আজম খান আপেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, স্বেচ্ছাসবকলীগ নেতা এএম ইরাদ কোরাইশী ইমন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিবুল ইসলাম ত্রয়ো, পৌর ছাত্রলীগের সভাপতি আসিফ আহমেদ পিয়াস, সাধারণ সম্পাদক অভিজিৎ সরকার, সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সভাপতি নাদিম হোসেন, সাধারণ সম্পাদক আসিফ হোসেন শিশির, মানিকগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সায়েম হোসেন, সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম সজল, অন্যান্য উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ