কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের ঘিওর উপজেলার বালিয়াখোড়া পুরান পাড়া এলাকায় ট্রাকচাপায় মর্জিনা বেগম (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (৪ জুলাই) সকালে স্বামীর সঙ্গে মানিকগঞ্জ জেলা শহরে আসার সময় মারা যান মর্জিনা। নিহত মর্জিনা ঘিওর উপজেলার বালুকুঠিয়া এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার এসআই সেলিম হোসেন বলেন, স্বামীর মোটরসাইকেলে করে সকালে মানিকগঞ্জ শহরে যাচ্ছিলেন মর্জিনা বেগম। এসময় একটি ট্রাক ওভারটেকিং করার সময় মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে মারা যান মর্জিনা।
মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেলে চালক আব্দুর রাজ্জাক অক্ষত রয়েছেন।
কড়চা/ এস কে
Facebook Comments Box