কড়চা রিপোর্টঃ ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও ডেঙ্গু মশা নিধনে মানিকগঞ্জ সদর উপজেলার কয়েকটি বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারের উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হয়।
দুপুরে কর্ণেল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, গড়পাড়া জাহিদ মালেক উচ্চ বিদ্যালয় ও ডাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন ও আশেপাশের ঝোপঝাড় পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। সেই সাথে ডেঙ্গু মশা দমনে ঔষধ স্প্রে করা হয়।
এসময় স্থানীয় পথচারী ও এলাকাবাসীর মাঝে মাস্ক বিতরণ করা হয়।
Facebook Comments Box