কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের শিবালয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে দুই জেলেকে এক মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক জেসমিন সুলতানা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের এ কারাদন্ড প্রদান করেন। এসময় বয়সের বিবেচনায় আব্দুস সাত্তার (৮৬) নামের আরেক জেলেকে ৫শ’ টাকা জরিমানা করা হয়।
কারাদন্ড প্রাপ্তরা হলেন, পাবনার তারাই আমিনপুরের আয়দার সরদার (২২) ও একই এলাকার জিলাল উদ্দিন (৪৫)।
শিবালয় উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা কারাদন্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত শিবালয়ের পদ্মা ও যমুনা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুইজনকে কারাদন্ড ও একজনকে অর্থদন্ড করা হয়।
তিনি বলেন, অভিযানে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয় এবং জব্দকৃত জাল বিনষ্ট করা হয়েছে। নিষেধাজ্ঞা সময়ে অভিযান অব্যাহত থাকেবে বলেও তিনি জানান।
ইলিশ রক্ষার অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করেছেন।
কড়চা/ এ এইচ