মানিকগঞ্জে দুই মাদক কারবারির কারাদন্ড

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জে হেরোইন সেবন ও বিক্রির দায়ে দুই মাদক কারবারিকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি ইউনিয়নের মূলজান এলাকায় অভিযান চালিয়ে তাদের সাজা দেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন।

সাজাপ্রাপ্তরা হচ্ছে মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি ইউনিয়নের মূলজান এলাকার একাব্বর খানের ছেলে মো.বাহাদুর খান (৩৫) ও আব্দুর রহমানের ছেলে মো.সালাউদ্দিন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দিঘি ইউনিয়নের মূলজান এলাকায় অভিযান চালিয়ে মো.বাহাদুর খানের কাছ থেকে ৪ গ্রাম ও মো. সালাউদ্দিনের কাছ থেকে ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে ছয় মাস করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ