মানিকগঞ্জে নতুন ২৪ জনের করোনা শনাক্ত, মোট ৪৯৬

কড়চা রিপোর্টঃ মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই জেলায় করোনা শনাক্তের সংখ্যা বেড়ে হলো ৪৯৬ জন। আজ (২১জুন)দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুন নাহার বন্যা।

তিনি বলেন, আজ সকালে ১৬৮ টি রিপোর্ট পাওয়া গেছে। এরমধ্যে ২৪টির পজিটিভ এবং ১৪৪ টির নেগেটিভ পাওয়া গেছে। নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে সিংগাইর উপজেলায় নয় জন, ঘিওর উপজেলায় সাত জন, মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় তিন জন করে ছয়জন এবং শিবালয় ও হরিরামপুর উপজেলায় একজন করে দুইজন।

এ পর্যন্ত জেলায় মোট শনাক্ত ৪৯৬ জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১৪১ জন, সাটুরিয়ায় ৯৫ জন, সিঙ্গাইরে ৯৬ জন, ঘিওরে ৭৬ জন, হরিরামপুরে ৪০ জন, শিবালয়ে ৩১ জন এবং দৌলতপুর উপজেলায় রয়েছেন ১৭ জন।

জেলায় করোনায় সংক্রমিত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ২৮৬ জন এবং মারা গেছেন পাঁচ জন। এছাড়া, ২২ জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং অন্যরা নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানান তিনি।

Facebook Comments Box
ভাগ