কড়চা রিপোর্ট : মানিকগঞ্জের হরিরামপুরে নারী কর্মীকে শ্লীলতাহানীর অভিযোগে ব্যাংকের নিরাপত্তাকর্মী মো.দুলাল মিয়ার(৩৪) বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে হরিরামপুর থানায় ওই নারী মামলা দায়ের করেন। নিরাপত্তাকর্মী দুলাল মিয়া মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিবরামপুর গ্রামের জিলাল উদ্দীনের ছেলে ও হরিরামপুর কৃষি ব্যাংকের নিরাপত্তা কর্মী ছিলেন।
মামলার সূত্রে জানা যায়, গত ২৯ অক্টোবর বিকেলে উপজেলার কৃষি ব্যাংকে ব্যক্তিগত কাজে যান ওই এনজিও নারী কর্মী। ব্যাংকের ভিতরের কাজ শেষে সিঁড়ি বেয়ে নিচে নামছিলেন তিনি। সিঁড়ির আশপাশে লোকজন না থাকায় ওই নারীকে শ্লীলতাহানীর চেষ্টা করেন ব্যাংকের নিরাপত্তাকর্মী দুলাল মিয়া। কিন্তু চাকরি ও আত্নসম্মানের ভয়ে এবং আইনগত ঝামেলার কারণে মামলা করতে চাননি ওই নির্যাতিতা নারী। পর্রবর্তীতে আত্নীয়স্বজনদের সাথে আলোচনা মামলা করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়েছে, এঘটনায় গত ১ নভেম্বর বিকেলে হরিরামপুর কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক মো.জামাল উদ্দীনের কক্ষে সালিশের ব্যবস্থা করা হয়। সালিশে নিরাপত্তা কর্মী তার অপরাধ স্বীকার করে ওই নারীর পা ধরে ক্ষমা চান। এক পর্যায়ে ওই নারী সবার সামনে নিরাপত্তাকর্মীকে জুতাপেটা করেন।
হরিরামপুর কৃষি ব্যাংক শাখার ব্যবস্থাপক মো.জামাল উদ্দিন জানান, সালিশের মাধ্যে সবার সামনে ওই নারী কর্মী নিরাপত্তাকর্মী দুলাল মিয়াকে জুতাপেটা করে চলে যান এবং ব্যাংকের পক্ষ্য থেকে দুলালকে তার দায়িত্ব থেকে অব্যাহিত দেওয়া হয়েছে।
এবিষয়ে হরিরামপুর থানার ওসি মো.মুঈদ চৌধুরী বলেন, মামলা হওয়ার পর আসামিকে ধরার চেষ্টা চলছে।
কড়চা/ বি সি