মানিকগঞ্জে নারী ক্ষমতায়ন বৃদ্ধিমূলক মত বিনিময় সভা

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জে নারী উদ্যোক্তাদের মেধাস্বত্ব সচেতনতা ও নারী ক্ষমতায়ন বৃদ্ধিমূলক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করে প্রধানমন্ত্রীর কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় ও বিডার ।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ফৌজিয়া খানের সভাপতিত্বে জেলা প্রশাসক এস এম ফেরদৌস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দূর-রে শাহওয়াজ, ডাব্লিউ আই পি বি’র প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার ওলেরা আফরিন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নাসরীন সুলতানা এতে বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় জেলার অর্ধ শতাধিক নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

নারীদের সমস্যা নিয়ে উদ্যোক্তা ইসরাত জাহান জানান, কর্মীদের মাধ্যমে জামা কাপড় তৈরি করে দীর্ঘদিন ধরে অনলাইনের মাধ্যমে জামা কাপড় বিক্রি করে আসছেন তিনি। কিন্তু সম্প্রতি সময়ে অর্থ সংকটের কারণে তার ব্যবসা আগের মত চলছে না এবং চাহিদা অনুযায়ী উৎপাদন পূরণ করতে পারছেন না। এজন্য তাদের ব্যবসায়ী কাজে বিনা সুদে অথবা স্বল্প সুদে ঋণ সহায়তা দরকার।

জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, নারী উদ্যোক্তারা যাতে তাদের কার্যক্রম চালিয়ে যেতে পারে এবং আর্থিকভাবে সাবলম্বি হতে পারে সেজন্য কাজ করা হবে। তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনের জন্য জেলা প্রশাসকের কার্যলয়ের পাশে একটি কর্ণার তৈরি করা হবে। যাতে তাদের উৎপাদিত পণ্য সহজে মানুষের হাতে পৌছাতে পারে। এছাড়াও ব্যাংক লোনের জন্য যাতে সহজ হয় সে বিষয়েও ব্যাংকের কর্মকর্তাদের সাথে আলোচনা করা হবে।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ