কড়চা রিপোর্টঃ মানিকগঞ্জের উত্তাল পদ্মায় মালবাহী ট্রলার ডুবেছে। বুধবার (২৬ আগস্ট) সকালে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের শিবালয় উপজেলার মাঝ পদ্মায় এই দুর্ঘটনা ঘটে। এঘটনায় প্রথমে ট্রলারের ৩ জন যাত্রী নিখোঁজ হলেও দুইজন সাঁতরিয়ে তীরে পৌঁছান। কিন্তু শরীফ হোসেন (৩২) নামের এক ব্যক্তি নিখোঁজ থাকলেও সাঁতরে রক্ষা পান।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা জানান, সকাল ৯ টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে বাসাবাড়ির মালামাল নিয়ে একটি ট্রলার দৌলতদিয়ার উদ্দেশে যাওয়ার পথে মাঝনদীতে উত্তাল ঢেউয়ে ডুবে যায়। এতে দুজন তাৎক্ষণিক সাঁতরে তীরে ওঠেন।
খবর পেয়ে পাটুরিয়ার ভাসমান ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধারকাজ চালায়। দুপুর ১২টার দিকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের কথা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে ট্রলার শনাক্ত ও মালামাল উদ্ধার না করেই অভিযান স্থগিত করা হয়েছে বলে জানান উপ-সহকারী পরিচালক।
তিনি আরও জানান, যাত্রী তারক আলী, সবজেল ও শরীফ তারা সকলেই শিবালয় উপজেলা তেগুরী গ্রামের বাসিন্দা।