মানিকগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে বৈশাখী পরিষদের আলোচনা সভা

কড়চা রিপোর্টঃ মানিকগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে বৈশাখী পরিষদের উদ্যোগে শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকায় আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম।

এসময় বৈশাখী পরিষদের সভাপতি খাদেম আমিনুল হক আকবরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সিহাব উদ্দিন, মানিকগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মানিকগঞ্জ সংবাদপত্র সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আকরাম হোসেন, বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা শাখার সহ সভাপতি কাবুল উদ্দিন, দৈনিক শীর্ষ বার্তার সম্পাদক ও প্রকাশক আব্দুল আলীম, জেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক এ্যাড: দেলোয়ার হোসেন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টুটুল বিশ্বাস, এ্যাড: বজলুর রহমান, এ্যাড: উজ্জল হোসেন, শিক্ষানবীশ আইনজীবী আমিনুল হক খান, আশার ম্যানেজার মিজানুর রহমান, বৈশাখী পরিষদের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনা সভায় পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম প্রধান অতিথির বক্তব্যে বলেন, পবিত্র আশুরা হলো মুসলিম জাতির জন্য একটি স্বরণীয় দিন। এই দিনের তাৎপর্য বলে শেষ করা যাবে না।

Facebook Comments Box
ভাগ