মানিকগঞ্জে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উদ্বোধন

কড়চা রিপোর্ট : ‘করোনা কালে অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি, স্বাস্থ্য বিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি’ এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে ৩ দিন ব্যাপি শুরু হয়েছে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ। রোববার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় নির্মাণাধীন মা ও শিশু হাসপাতাল চত্তরে সেবা সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন আনোয়ারুল আমীন আখন্দ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক শাহাদৎ হোসেন, মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের তত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহ, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক গোলাম নবী, ডাক্তার নাসিম উদ্দিন আহমেদ প্রমুখ। উদ্বোধন শেষে অতিথিরা ক্যাম্পে আসা রোগীদের বিনামূল্যে মাক্স বিতরণ করেন।

সেবা সপ্তাহ উপলক্ষ্য আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে ২১ টি বিশেষ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এই ক্যাম্পে সেবা নিতে ইচ্ছুক নারী ও শিশুকে সেবা প্রদান করা হবে।

কড়চা/ এস কে

Facebook Comments Box
ভাগ