মানিকগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের খাদ্যসহায়তা প্রদান

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জ সদর উপজেলায় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের খাদ্যসহায়তা ও মাস্ক বিতরণ করা হয়েছে। সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের উদ্যোগে দুটি সেবামুলক প্রতিষ্ঠান রোটারী অব ক্লাব ঢাকা নর্থ ওয়েস্ট এবং ইনার হুইল ক্লাব ঢাকা নর্থ ওয়েস্ট এই সহায়তা দেয়।

জেলা সদরের গিলন্ড উচ্চবিদ্যালয় মাঠে খাদ্যসহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব ঢাকা নর্থ ওয়েস্ট এর সাবেক সভাপতি রোটারিয়ান শাম্মী শের, ইনার হুইল ক্লাব অব ঢাকা ওয়েস্ট এর সভাপতি রোটারিয়ান সাজেদা আক্তার, রোটারিয়ান হেলিন মজিদ, সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ মাসুদুল হক, সহসভাপতি ডেভিট খান, সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, আইনজীবী লুৎফর রহমান, সমাজসেবক কাজী ইকবাল হোসেন, নবগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রশিদ প্রমুখ।

জেলা সদরের নবগ্রাম ইউনিয়নের শতাধিক প্রতিবন্ধী ব্যক্তিকে চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যসহায়তা এবং করোনা প্রতিরোধে মাস্ক দেওয়া হয়।

Facebook Comments Box
ভাগ