মানিকগঞ্জে বঙ্গবন্ধু’র স্মরণে মোমবাতি প্রোজ্জ্বলন উদীচী’র

এম.আর.লিটনঃ জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাত বার্ষিকী করোনাভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে পালন করেছে উদীচী, মানিকগঞ্জ জেলা সংসদ।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭ টায় সংগঠনটির জেলা কার্যালয়ে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন এবং মোমবাতি প্রোজ্জ্বলনের মধ্যদিয়ে এ কর্মসূচি পালন করা হয়। এসময় জাতির জনকের পরিবারের সকল শহিদদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

জেলা উদীচী’র সহসভাপতি মো. মজিবুর রহমান, মো. ইকবাল খান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, কোষাধ্যক্ষ চঞ্চল মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. আর. লিটন ও সংগীত বিষয়ক সম্পাদক সুধীর কুমার বিশ্বাস প্রমুখ এত উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কবিতা আবৃত্তি করেন উদীচী’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন।

এদিকে সংগঠনটির নিজ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

কড়চা/ এম আর এল

Facebook Comments Box
ভাগ