মানিকগঞ্জে বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের ত্রাণ বিতরণ

মানিকগঞ্জে বন্যা দুর্গতদের ত্রাণ দিচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস

কড়চা রিপোর্টঃ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস সোমবার (৩ আগস্ট) বিকেলে শিবালয় উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকদিয়ায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।

এসময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ মোঃ আব্দুল আজিজ, মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈনুউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

মুখ্যসচিব যমুনার ভাঙ্গন কবলিত জাফরগঞ্জ, মালুচী, তেওতা, নিহালপুর, অন্বয়পুর, দাশকান্দি, পাটুরিয়া ঘাটসহ বিভিন্ন এলাকা স্পিডবোটযোগে ঘুরে দেখেন।

Facebook Comments Box
ভাগ