কড়চা রিপোর্ট : ঢাকা-আরিচা মহাসড়কের পুখরিয়া নাম স্থানে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (১০ মে) সকাল সাড়ে ৭ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের সোহেল রানা (২৫) ও মাগুরার নুরে আলম (৩৫)।
নিহতের বিষয়টি বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো.আলমগীর হোসেন নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে নূরে আলম পাটুরিয়া থেকে ভাড়া করা মোটরসাইকেল ঢাকা যাচ্ছিলেন। মহাসড়কের পুখরিয়া নামক স্থানে বিপরীত দিকে থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটারসাইকেল আরোহী নূরে আলম ও চালক সোহেল রানা। দুর্ঘটনার পরে ঘাতক বাসটি নিয়ে চালক পালিয়ে যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এঘটনায় পুলিশের পক্ষ্ থেকে মামলা দায়ের করা হয়েছে।
কড়চা/ বি সি