কড়চা রিপোর্টঃ নৌকা আনতে গিয়ে মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে মো.আশরাফুল ইাসলাম (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বরুন্ডী নদীর উত্তর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল ইসলাম ওই এলাকার বজলুর রহমান রাজার ছেলে।
স্থানীয় ফজলুল হক জানান, আশরাফুল ইসলামসহ কয়েকজন শিশু বাড়ির পিছনে নৌকা আনতে যায়। কিন্তু নৌকার পাশেই ছিল বিদ্যুতের তার। নৌকায় ওঠার সময় নৌকা নড়াচড়া করলে বিদ্যুতের তারের স্পর্শে বিত্যুৎ স্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যায় সে। ফায়ার সার্ভিসের লোকজনকে খবর দিয়ে দীর্ঘ সময় খোঁজাখুজির পর দুপুর আড়াইটার দিয়ে মৃত অবস্থায় পানি থেকে তাকে উদ্ধার করা হয়।
Facebook Comments Box