মানিকগঞ্জে ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মতবিনিময় সভা

কড়চা রিপোর্ট : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে মানিকগঞ্জ প্রেসক্লাবের হল রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ ইশিতা ফারহা তন্নী, জেলা ইপিআই সুপারিনটেডেন্ট মো. আক্তার উজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সহ-সভাপতি আহম্মেদ সাব্বির সোহেলসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

সভায় আয়োজকরা জানান, আগামী ৪ অক্টোবর থেকে ১৫ অক্টোবর মানিকগঞ্জ জেলায় এ বছর ১৬০৭ টি টিকা কেন্দ্রে ১৫ লক্ষ ৮ হাজর ৯শত ৬০ জনকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

৬-১১ মাস বয়সী শিশুকে একটি করে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

কড়চা/বি সি

Facebook Comments Box
ভাগ