মানিকগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে মতবিনিময়

কড়চা রিপোর্টঃ আগামী ১২-১৫ জুন জতীয় ভিটামিন দিবস বাস্তবায়নের লক্ষ্যে মানিকগঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২২ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুন) বেলা সাড়ে এগারোটায় মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সাথে সিভিল সার্জনের প্রতিনিধিদলের এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ও এসআইএমও ডাঃ ইশিতা ফারহা তন্বী, মেডিকেল অফিসার কো-অর্ডিনেটর ডাঃ মোঃ হাবিবুল্লাহ খান, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক অতিন্দ্র চক্রবর্তী বিপ্লব সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা থেকে জানা যায়, ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল বর্ণের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ১৬’শ ৭টি টিকা কেন্দ্রে থেকে এক লক্ষ ৮৯ হাজার ৫’শ বাষট্টি শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল আটটা থেকে শুরু হয়ে বেলা পাঁচটা পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।

কড়চা/ এস এস

Facebook Comments Box
ভাগ