কড়চা রিপোর্ট: আয়কর রিটার্ণ গ্রহণ ও কর তথ্য সেবা প্রদানের মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার (১৮ নভেম্বর) মানিকগঞ্জ কর সার্কেল-২৬৩ কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কর কমিশনার মো. আবদুল মজিদ ও যুগ্ম কর কমিশনার মো. নাসেরুজ্জামান এতে উপস্থিত ছিলেন।
সার্কেলের অতিরিক্ত সহকারী কর কমিশনার মো. সামসুদ্দিন এর সভাপতিতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল এবং বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান কবি সালেহা ইসলাম।
অতিথিগণ সরকারের অধিক পরিমাণ কর আদায়ে দিক নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় কর কমিশনারগণ উপস্থিত আয়কর উপদেষ্টা ও করদাতাদের সকল ধরনের সহযোগিতা প্রদানের নিশ্চয়তা প্রদান করেন।
এর আগে কর কমিশনারগণ কর সার্কেল-২৬৩ (মানিকগঞ্জ) ও কর সার্কেল-২৬৪ (ঘিওর) এর সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
কড়চা/ জে এস