মানিকগঞ্জে মেয়র প্রার্থী শিমকীর মনোনয়নপত্র বাতিল, অন্য তিন জনেরটা বৈধ

কড়চা রিপোর্ট : মানিকগঞ্জ পৌরসভার নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী ফারজানা জুবাইদী শিমকীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে প্রস্তাবক ও সমর্থকের পাশাপাশি ১০০ জন ভোটারের সমর্থনের তালিকা জমা দেওয়া বাধ্যতামূলক। এই ১০০ জন ভোটারের তালিকায় উল্লেখিত দুই জন ভোটরের তথ্যে গড়মিল থাকায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে বলে জানান রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান।

মেয়র পদে অন্য তিনজন প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত মো. রমজান আলী, বিএনপি সমর্থিত মো. আতাউর রহমান আতা এবং স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন আহাম্মেদ যাদুর মনোনয়ন পত্র বৈধ হয়েছে। এছাড়া, সংরক্ষিত নারী ওয়ার্ডের সবপ্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। সাধারণ কাউন্সলার পদপ্রাথীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে।

আগামী ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার, ১১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ এবং ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

কড়চা/ জেড এ বি

Facebook Comments Box
ভাগ